লা লিগায় কিছুতেই বার্সেলোনার পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর শিরোপার দৌঁড়ে বার্সেলোনার উপর চাপ ধরে রেখেছে রিয়াল। দলের হয়ে আর্দা গিলের পর ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে বার্সার সঙ্গে ব্যবধান চারে কমিয়ে আনলো রিয়াল। এদিকে তৃতীয়বারের মতো এক মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে বার্সেলোনার সামনে। এবার ইতোমধ্যে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৩২তম শিরোপা জিতেছে কাতালানরা। এখন সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। ফিরতি লেগের ওপর নির্ভর করছে ইউরোপ সেরার ফাইনাল। লা লিগায়ও টিকে আছে সেই সম্ভাবনা। হাতে চারটি ম্যাচ বাকি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। লা লিগায় শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগে ইন্টারের ম্যাচ থেকে ৯ পরিবর্তন নিয়েও রিয়াল ভ্যায়াদলিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচ শুরুর ৬ মিনিটে প্রতিপক্ষের ইভান সানচেজের গোলে পিছিয়ে পড়ে ফ্লিকের শিষ্যরা। পরে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার গোলে সমতায় ফেরে কাতালানরা। ৬০ মিনিটে ফেরমিন লোপেজের গোলে স্কোর লাইন দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা।
শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কোচ ফ্লিকের দল।
এর মধ্য দিয়ে লা লিগার ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২। সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল জিতলেও বার্সা এগিয়ে থাকবে ৪ পয়েন্টে। সুতরাং মৌসুমের শেষ ভাগে এসে শেষ কাজগুলো ভালোভাবে করতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘ট্রেবল’ জিততে পারে বার্সেলোনা। এর আগে দুবার ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জিতেছে কাতালানরা।