টানা তিন ম্যাচ হারের পর জয়খরা কেটেছে ইন্টার মায়ামির। চার ম্যাচ পর গোলের দেখা পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠেছেন মেসি-সুয়ারেজরা। ঘরের মাঠে রবিবার সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। এটি চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে মেসির অষ্টম গোল। আর ক্যারিয়ারের ৮৫৯তম। এ ম্যাচের আগে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে ফ্লোরিডার দলটি।
সেই দুটি ম্যাচের মাঝে মেজর লিগ সকারে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডালাসের কাছে। তিন ম্যাচ পর মেসির মায়ামি প্রথম জয়ে ফিরল রেডবুলসের বিপক্ষে। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ২২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটি।