বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। পুরো দেশকে আটটি জোনে ভাগ করে ২৯ জুলাই বগুড়ায় শুরু হয় পদ্মা জোনের প্রতিযোগিতা। গতকাল স্বাগতিক বগুড়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এ জোনের খেলা। এবার রংপুর জেলায় অনুষ্ঠিত হবে তিস্তা জোনের খেলা। চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের খেলায় পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। পুরুষ বিভাগে আটটি জেলার প্রতিযোগিতা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও পাবনা। শেষ পর্যন্ত ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে পদ্মা জোন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে অংশ নেয় ছয়টি দল। সেমিফাইনাল খেলে বগুড়া, রাজশাহী, পাবনা ও জয়পুরহাট। তবে ফাইনালের মঞ্চে ৪০-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পাবনাকে হারিয়ে শিরোপা জেতে বগুড়ার মেয়েরা।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় পুলিশ সুপার জেদান আল মুসা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।