ঢাকায় প্রথমবার ক্রিকেট কনফারেন্স হয়েছে। ৬৪ জেলা ও আট বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা, প্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান প্রশংসিত হয়েছে। কিন্তু সাংবাদিকদের সেভাবে গুরুত্ব না দেওয়ায় ক্ষোভেরও সঞ্চার হয়েছে। আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিকই খবর সংগ্রহ করতে পারেননি। এনিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থির সৃষ্টি হয়। এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বুলবুল সাংবাদিকদের বলেন, ‘অনুষ্ঠানের সমাপনী দিনে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা এক অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেই অনুষ্ঠানে থাকতে আমন্ত্রণ জানাই। এর পরও আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যা করা উচিত ছিল তা না করায় আমি ক্ষমা চাচ্ছি। স্বীকার করছি নিজেদের দায়িত্বহীনতার কথা। আমি কথা দিচ্ছি, কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে ব্যবস্থা নেব। সাংবাদিকরা ক্রিকেট উন্নয়নে বড় ভূমিকা রাখছেন। আমার বিশ্বাস সবকিছু ভুলে গিয়ে আমরা ক্রিকেট উন্নয়নে কাজ করব।