বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কাবাডি বিশ্বকাপ। ১৭ নভেম্বর থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল আর্জেন্টিনার। সেজন্য কয়েক মাসের প্রস্তুতিও চলছিল। তবে শেষ মুহূর্তে এসে তাদের স্বপ্নভঙ্গ। ফ্লাইট জটিলতায় বাংলাদেশের কাবাডি বিশ্বকাপে খেলা হচ্ছে না ম্যারাডোনা-মেসির দেশের নারী দলটির। বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা। অথচ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশায় বুক বেঁধেছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে এমনটাই জানতে পেরেছে বাংলাদেশের কর্মকর্তারা। আর্জেন্টিনা না আসায় এখন নারী বিশ্বকাপে অংশ নেবে ১১টি দেশ। এরই মধ্যে গতকাল সকালে জাঞ্জিবার ও বিকালে ভারত কাবাডি দল ঢাকায় এসেছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। তবে স্বাগতিক হিসেবে বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
দেশের জাতীয় খেলা কাবাডির এ আন্তর্জাতিক আসরকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কেননা ১৩ বছর পর নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসছে। ২০১২ সালে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ খেলার আসর। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল জাপানের কাছে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর রানার্সআপ ইরান। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়া ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দ. কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার অংশগ্রহণ করবে।