দুই ম্যাচে চার হালি গোল হজম করে হকি বিশ্বকাপ বাছাইপর্ব খেলার আশা শেষ করে দিলেন রেজাউল করিম বাবুরা। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজে খেলতে নেমে প্রথমটিতে ৮-২ ব্যবধানে পরাজয়ের পর গতকাল ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এর ফলে আগামীকালের শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার হয়ে উঠল। পাকিস্তান বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করেছে। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ছিল ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০ । বাংলাদেশ যে সুযোগ পায়নি তেমনটি নয়। ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে সুযোগগুলো কাজে লাগেনি নিজেদের ভুলে।
পাকিস্তানের হয়ে ৬ ও ১৯ মিনিটে সুফিয়ান খান পিসি থেকে দুটি গোল করেন। ১৩ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ দুটি ফিল্ড গোল করেন। এ ছাড়া ৩০ মিনিটে পিসি থেকে ১টি গোল করেন ওয়াহিদ। ৩২ মিনিটে শহিদ হান্নান ও ৫৯ মিনিটে আম্মাদ ভাট পিসি থেকে ১টি করে গোল করেন। ৫৩ মিনিটে আফরাজ ১টি ফিল্ড গোল করেন। দুই ম্যাচে বাংলাদেশকে ১৬ গোল দিয়ে নিজেদের শক্তিমত্তা জানিয়ে দিল পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশের হকির দৈন্যদশাও দেখিয়ে দিল।