সৌদি আরবে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিক্সড ডাবলসে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। গতকাল রাতে তুরস্কের কাছে ৩-০ সেটে হেরে যায় বাংলাদেশের মো: জাভেদ ও খই খই মারমা জুটি। ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস ডিসিপ্লিনে এটিই বাংলাদেশের প্রথম পদক। এর মধ্য দিয়ে এবারের আসরে এখন পর্যন্ত তিনটি তামা ও একটি রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। টেবিল টেনিস ছাড়া অন্য তিনটি পদক এসেছে ভারোত্তোলনে।