Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:২৫

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

চ্যাপেল-হ্যাডলি ট্রফির এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায়। কিন্তু সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সে সময়ও চলছিল। তিনটার দিকে বৃষ্টি বন্ধ হলে কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। পরে আবার বৃষ্টি শুরু হলে টস করাই সম্ভব হয়নি। 

ফলে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস ব্রাউন। নেপিয়ারে এনিয়ে টানা দুটি ওয়ানডে পরিত্যক্ত হল।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল। আগামী রোববার হ্যামিল্টনে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য