১১ নভেম্বর, ২০১৯ ০৬:৪৯

এমন পরাজয়ের কারণ হিসেবে মাহমুদউল্লাহ যা বললেন

অনলাইন ডেস্ক

এমন পরাজয়ের কারণ হিসেবে মাহমুদউল্লাহ যা বললেন

ফাইল ছবি

ইতিহাস গড়া হলো না টাইগারদের। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হেরে গেল টাইগাররা। রবিবার (১০ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে জিতলে এটি হতো টাইগারদের নতুন ইতিহাস। এই ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও ৩০ রানে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। যার ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল টিম ইন্ডিয়া।

পরাজয়ের কারণ উল্লেখ করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ‘আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম এবং মিঠুন যেভাবে ব্যাট করেছে তাতে জয়ের পথেই ছিলাম। কিন্তু মাঝের ওভারে দ্রুত তিন উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই। এমনকি ৩০ বলে ৫০ রান যখন দরকার ছিল, তখনও সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। তরুণরা যেভাবে খেলেছে চেষ্টা করেছে তাতে আমি খুশি। কিন্তু যে সুযোগগুলো পেয়েছি সেগুলো ভালোভাবে শেষ করতে পারিনি।’


  
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর