শিরোনাম
১১ নভেম্বর, ২০১৯ ১২:১৪

সাব্বির-মুশফিককে পেছনে ফেললেন নাঈম শেখ

অনলাইন ডেস্ক

সাব্বির-মুশফিককে পেছনে ফেললেন নাঈম শেখ

ভারতের বিপক্ষে একটি বাউন্ডারি হাঁকানোর পথে নাঈম শেখ। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে হারলেও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন নাঈম শেখ। গতকাল রবিবার ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাব্বির-মুশফিকদের পেছনের ফেললেন এই তরুণ ওপেনার।

এদিন, ভারতের ছুড়ে দেওয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান লিটন-সৌম্য। এরপর দলের দলের হাল ধরেন নাঈম শেখ। মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে গড়েন ৯৮ রানের এক দুর্দান্ত জুটি। মিথুন ধীরে ব্যাট করলেও দেড়শ' স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই তরুণ। তাদের জুটিতেই জয়ের সহজ সমীকরণ তৈরি হয়। ২৯ বলে ২৭ করা মিথুনের আউটের মধ্যে দিয়েই এই জুটির সমাপ্তি ঘটে। কিছুক্ষণ পরেই ফেরেন নাঈমও। আউট হওয়ার আগে ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

এর আগে, টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে মুশফিকের। তবে গতকালের ৮১ রানের মধ্যে দিয়ে সাব্বির ও মুশফিককে পেছনে ফেলে দিলেন তরুণ ওপেনার নাঈম শেখ।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর