১২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৮

সংকটময় মুহূর্তে গ্রায়েম স্মিথের কাঁধে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব

অনলাইন ডেস্ক

সংকটময় মুহূর্তে গ্রায়েম স্মিথের কাঁধে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব

গ্রায়েম স্মিথ

সংকটময় মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বেশ কয়েক মাস ধরে কথা চালাচালির পর তিন মাসের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পরিচালক পদে ঘোষণা করা হয়েছে স্মিথের নাম।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে জরুরি ভিত্তিতে কাজ শুরু করবেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেট বোর্ডে এই পদটি অন্তর্ভুক্ত করেছিল দক্ষিণ আফ্রিকা।

ইচ্ছা থাকলেও এ দফায় তিন মাসের বেশি চুক্তি করতে পারেননি স্মিথ। কেননা আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দেয়ার ব্যাপারে আগে থেকেই অঙ্গীবদ্ধ তিনি। যা চলবে মার্চের ২৩ তারিখ থেকে ১২ মে পর্যন্ত। তবে এরপর সিএসএ তার সঙ্গে আরও বেশি সময়ের জন্য চুক্তি করবে।

এবারে মাত্র তিন মাসের জন্য কাজ করবেন বলে তার কর্মক্ষেত্রের পুরোটা জুড়েই থাকবে জাতীয় দল। কারণ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের লড়াই শেষ হবে মার্চের ৭ তারিখে। জাতীয় দলের বাইরে আর কোনও কিছুতেই হয়তো নজর দেওয়া হবে না তার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর