৩ মার্চ, ২০২০ ১২:১৯

কোহলিকে ইনজামামের পরামর্শ

অনলাইন ডেস্ক

কোহলিকে ইনজামামের পরামর্শ

সময়টা মোটেও ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট সিরিজ হারের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির ব্যাটের রান-খরা। দু’টেস্টে কোহলির রান যথাক্রমে ২, ১৯, ৩, ১৪। কিন্তু এই খারাপ সময় ভারত অধিনায়ক পাশে পাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হককে।

নিজের ইউটিউব চ্যানেলে সোমবার ইনজামাম বলেছেন, ‘‘গত ১১-১২ ইনিংসে কোহলি ভাল রান পায়নি বলে ভারতে ওকে নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ, কেউ নাকি বিরাটের টেকনিক নিয়েও প্রশ্ন তুলছে। শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। যে ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টা সেঞ্চুরি আছে, তার টেকনিক নিয়ে কী ভাবে প্রশ্ন তোলা যায়, এটা আমি বুঝতে পারছি না।’’

শোয়েব আখতারের মতো ইনজামামও নিজস্ব একটি ইউ টিউব চ্যানেল চালু করেছেন। যে চ্যানেলের নাম ‘ম্যাচ উইনার’। যে চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমি একটা ব্যাপার খুব ভাল করে জানি। কখনও, কখনও কোনও সিরিজ আসে, বা কোনও বছর আসে, যখন সব কিছু ঠিকঠাক করলেও কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যায় না। মনে রাখতে হবে, প্রত্যেক দিন, প্রতি ম্যাচে, প্রতি সিরিজে, প্রতি বছরে ও রান করতে পারে না। বোলাররা কি শুধু কোহলির হাতে মার খাওয়ার জন্য ক্রিকেট খেলছে নাকি? কোনও ক্রিকেটারই এই ভাবে খেলতে পারে না।’’ 

ইনজামাম বলেছেন, ‘‘কোহলিকে আমি বলব, এই নিয়ে একদম চিন্তা না করতে। এই রকম ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে। আমাকে বলুন তো, এমন কোনও ব্যবসা আছে, যেখানে শুধুই লাভ হয়, কোনও ক্ষতি হয় না?’’ এর পরে ইনজামাম সাফ বলে দিয়েছেন, ‘‘আমি কোহলিকে একটা কথাই বলব। তুমি কোনভাবেই টেকনিকে কোনও পরিবর্তন এনো না।’’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর