২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৬

হাথুরুকে নতুন করে ফিরিয়ে আনা হলো কেন? জানালেন পাপন

অনলাইন ডেস্ক

হাথুরুকে নতুন করে ফিরিয়ে আনা হলো কেন? জানালেন পাপন

নাজমুল হাসান পাপন (বামে), চন্ডিকা হাথুরুসিংহে (ডানে)

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। একটি সিরিজের মাঝপথে কেন হুট করে পদত্যাগ? বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্কবনতির জন্য এই একটা কারণই যথেষ্ট ছিল। সেই হাথুরুই আবার হলেন বাংলাদেশের হেড কোচ।

কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা? এ প্রশ্ন অনেকের। নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপে তার উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’

পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও একটি তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সবগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটা করা হয়েছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর