আইপিএলের চলতি মৌসুমে ৭৪ ম্যাচের মধ্যে ৫৪টি ম্যাচ খেলা হয়ে গেছে। জমে উঠেছে প্লে-অফের লড়াই। খাতায় কলমে এখনও কিন্তু আট দল প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারে। সেই লক্ষ্যে পাঞ্জাব কিংস রবিবারের ম্যাচের পর অনেকটাই এগিয়ে গেল।
হাই স্কোরিং ম্যাচেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব কিংস। ১১ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১৫। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।
রবিবার (৪ মে) ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ । ব্যাট করতে নেমে শুরুতেই প্রিয়ানস আরিয়ানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। তবে প্রাবশিরাম সিংয়ের ৪৮ বলে ৯১ রানের ওপর ভর করে ব্যাট হাতে রীতিমত উড়তে থাকে দলটি। ৬টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন প্রাবশিরাম। ১৪ বলে ৩০ রান করেন জস ইংলিস। ২৫ বলে ৪৫ রান করেন শ্রেয়াশ আয়ার। ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।
জয়ের জন্য ২৩৬ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লক্ষ্ণৌর। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। আর্শদীপের পায়ের উপর করা লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ওয়াদেরার হাতে ক্যাচ দিয়েছেন মার্শ। একই ওভারে মার্করামকেও ফিরিয়েছেন আর্শদীপ। বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে ব্যাকফুট পাঞ্চ করতে গিয়ে বোল্ড হয়েছেন ১০ বলে ১৩ রান করে। তিনে নামা পুরানও টিকতে পারেননি বেশিক্ষণ।
পাওয়ার প্লে শেষের আগে মিডল অ্যান্ড লেগ স্টাম্পের ডেলিভারিতে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। ২৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন পান্ত ও বাদোনি। যদিও সেটা খুব বেশি কাজে দেয়নি। ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা লক্ষ্ণৌ অধিনায়ক ১৮ রানে আউট হয়েছেন ওমরজাইয়ের বলে শশাঙ্ক সিংয়ের হাতে ক্যাচ দিয়েছেন। সাউথ আফ্রিকান মিলারও আউট হয়েছেন দ্রুতই।
দ্রতই পাঁচ উইকেট হারানোর পর লক্ষ্ণৌকে টেনে তোলার চেষ্টা করেন বাদোনি ও সামাদ। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন মার্কো জানসেন। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে তারই হাতে ক্যাচ দিয়েছেন ৪৫ রানে। শেষ ওভারে আউট হওয়ার আগে বাদোনি খেলেছেন সমান ৫ ছক্কা ও চারে ৭৪ রানে খেলা বাদোনি। শেষ পর্যন্ত ১৯৯ রানে থামে লক্ষ্ণৌ। পাঞ্জাবের হয়ে আর্শদীপ তিনটি এবং ওমরজাই নিয়েছেন দুটি উইকেট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ