সেই পাওয়ার নেই। হুক, কাট, পুলই বা কোথায়? ঋষভ পান্তকে নিয়ে গভীর উদ্বেগে ভারতীয় ক্রিকেট মহল। সামনে ইংল্যান্ড সিরিজ। তারপর একাধিক হোম-অ্যাওয়ে সিরিজ ভারতের। তিনি নামা মানে ভারতের ব্যাটিংয়ে স্বস্তি। দেশ হোক আর দেশের বাইরে আগ্রাসী পান্তকে সামলানো কঠিন। সেই তিনিই কিনা প্রবল ব্যাটিং খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। পুরো আইপিএল জুড়ে কার্যত রান পাননি। তার ব্যাট থেকে এসেছে মাত্র একটাই হাফসেঞ্চুরি।
ভাবা হয়েছিল, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়েই প্রত্যাবর্তন হবে পান্তের। তা তো হয়ইনি। উল্টে পন্থের ফর্ম দুর্ভাবনায় ফেলে দিয়েছে টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেও।
ব্যাটে পান্ত, বলেছিলেন আফগান বোলার আজমাতুল্লা ওমারজাই। পান্ত স্টেপ আউট করলেন, ব্যাটে-বলে হলও। বল ফিল্ডারের হাতে আর ব্যাট চলে গেল স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে। পান্ত ফিরে গেলেন ডাগআউটে। এমনটাই দেখা গেল পাঞ্জাব বনাম লক্ষ্মৌয়ের শেষ ম্যাচে। ম্যাচেই লক্ষ্মৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে হতাশা ফুটে উঠতেও দেখা গেল।
পাঞ্জাবের বিপক্ষে বিশাল রান তাড়া করতে নেমে মাত্র ১৮ রানেই ফিরে যান পান্ত। আজমাতুল্লার বলে বড় শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে আউট হলেন। তার এই ব্যর্থতার পরেই সঞ্জাব গোয়েঙ্কাকে রীতিমতো বিচলিত দেখাল। হতাশা লুকিয়ে রাখতে পারলেন না তিনি।
এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত। সেই তিনিই কিনা বলতে গেলে সবচেয়ে খারাপ পারফর্ম করা ব্যাটারদের মধ্যে একজন। এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন তিনি। এর মধ্যে ছয় ম্যাচে এক অঙ্কের স্কোর। স্ট্রাইক রেটও একশোর নিচে।
এমন একটা পরিসংখ্যানও দেখা যাচ্ছে যে, এই আসরে অন্তত ৬০ বল খেলেছেন, এমন ৭০ ব্যাটারদের মধ্যে তিনিই একমাত্র যার স্ট্রাইক রেট একশরও নিচে।
বিডি প্রতিদিন/কেএ