ঘরের মাঠে নিউজিল্যান্ড, বাইরের মাঠে অস্ট্রেলিয়া— পরপর দুটো সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের। সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে বোর্ড অব কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এর আগেই দলের নেতৃত্বের বিকল্পগুলো সম্পর্কে বিবেচনা করা হচ্ছে। রোহিত শর্মা ভারতের টেস্ট অধিনায়ক হলেও তাকে নাকি বোর্ডের পক্ষ থেকে ক্যাপ্টেন্সি গ্যারান্টি দেওয়া হয়নি। তাহলে নতুন অধিনায়কের হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে চাইছে বোর্ড? এতেই শেষ নয়, ভারতের সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরার চোটের যা অবস্থা, তাকে পুরো ইংল্যান্ড সফরে নাও পাওয়া যেতে পারে। তারই বা বিকল্প কে হবেন?
অস্ট্রেলিয়া সফরে চরম ভরাডুবির পর রোহিতের অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু বোর্ডের পক্ষ থেকে অধিনায়কত্বে কোনও পরিবর্তন এখনও করা হয়নি। অনেকেই মনে করছেন, ইংল্যান্ড সফর রোহিতের ক্যারিয়ারের শেষ সিরিজ হতে পারে। তবে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখনও তার অবসরের ভাবনা জানাননি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুভমান গিলকে ইংল্যান্ড সফরে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। ইতোমধ্যে তাকে টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, স্বল্পমেয়াদি অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আরও একজন সিনিয়র ক্রিকেটার। অবশ্য দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতেই আগ্রহী বিসিসিআই।
সংবাদ সংস্থাটি দাবি করেছে যে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও দীর্ঘমেয়াদি অধিনায়ক চাইছেন। স্টপ-গ্যাপে তার আগ্রহ নেই।
বোর্ডের এক সূত্র বলছে, একটি নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুম শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ এবং ধারাবাহিকতা মাথায় রাখতে হবে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এমন কিছু খেলোয়াড় চাইবে, যাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে। এত গুরুত্বপূর্ণ সিরিজের জন্য স্টপ-গ্যাপ কোনও সমাধান হতে পারে না। শেষ দুটি টেস্ট সিরিজ দলের জন্য ভালো যায়নি। সবদিক থেকে ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।
গিলকে সহ-অধিনায়ক হিসেবে ভাবা হলেও ঋষভ পান্তের নামও রয়েছে। টেস্টে গিলের ব্যাটিংয়ে ধারাবাহিকতার নিয়ে প্রশ্ন থাকছে। যদিও চেতেশ্বর পূজারার জায়গায় ভারতীয় টেস্ট দলে গিল ৩ নম্বর স্থানে এখন টেস্টে ব্যাট করেন তিনি। গিল তার ক্যারিয়ারে ১৮৯৩ রান করেছেন টেস্ট ক্রিকেটে। যার মধ্যে মাত্র ৬৪৯ রান করেছেন ভারতের দেশের বাইরে। তাই ইংল্যান্ড সফরটি ভারতীয় ব্যাটসম্যানের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, পান্তের ক্ষেত্রেও রয়েছে খারাপ ফর্ম। চলমান আইপিএলে লক্ষ্মৌয়ের হয়ে একটাই মাত্র হাফসেঞ্চুরি করেছেন। তবে পান্ত অতীতে ইংল্যান্ডে সফল। সেঞ্চুরিও করেছেন। সেই তথ্যও মাথায় থাকছে নির্বাচকদের। সব মিলিয়ে ইংল্যান্ড সফরের আগে দলে বড়সড় পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বিডি প্রতিদিন/কেএ