সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করে স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে কখনো জয়ের সম্ভাবনাই তৈরি করতে পারেনি আমিরাত। উল্টো ম্যাচের সময় যত শেষ হতে থাকে ততই জয় থেকে দূরে সরে যেতে থাকে আমিরাত। রাহুল চোপড়া ও ধ্রুব পরাশার শুধু পরাজয়ের ব্যবধানটুকু কমিয়েছেন। সর্বোচ্চ ৩৫ রান করা উইকেটরক্ষক-ব্যাটার রাহুলের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন পরাশার।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি-আবরার আহমেদ ও হারিস রউফ।
এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করল পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে তো অবশ্যই হারলেও হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে যাবে ভারত। কারণ ৪.৭৯৩ পয়েন্টের বিপরীতে পাকিস্তানের ১.৭৯০।
বিডি প্রতিদিন/নাজিম