ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক প্রথম শ্রেণি ও অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার রাজেশ বনিক এর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। দেশটির ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় রাজেশ গুরুতরভাবে আহত হয়েছিলেন। এরপর তাকে আগরতলায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ত্রিপুরা রাজ্য দলের হয়ে ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ খেলেছিলেন রাজেশ। ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।
এতে প্রথম শ্রেণির ম্যাচে প্রায় দেড় হাজার রান করেন তিনি। এছাড়া ২৪টি লিস্ট ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
এছাড়া বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, এমএ চিদম্বরম ট্রফি, বুচি বাবু ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি, জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টসহ ত্রিপুরার হয়ে অনেক বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন রাজেশ।
এছাড়া দলকে নেতৃত্বও দিয়েছেন। খেলা ছাড়ার পর অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার।
বর্তমানে আগরতলায় বেঙ্গলের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে ত্রিপুরা। সেখানে রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরেছে ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/কামাল