আয়ারল্যান্ডের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দারুণভাবে ইনিংস গড়ে তুলছেন।
দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। শুরুতে বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান তিনি। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। শুরুতে ধীরগতিতে খেললেও পরে তিনিও আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগ দেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে সাদমানের ব্যাট থেকে।
এই ওপেনিং জুটিতে ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। জয় ৫৩ ও সাদমান ৫০ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪ বলেই। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে শুরু করা অতিথিরা যোগ করতে পেরেছে মাত্র ১৬ রান। সবশেষে ২৮৬ রানে অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ শিকার করেন ২টি করে উইকেট। নাহিদ রানা নেন ১টি উইকেট।
বিডি-প্রতিদিন/আশফাক