শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন সালমান আলি আগা। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তার সাফল্য প্রতিফলিত হয়েছে, ১৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের সেরা অবস্থান। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানের আগের সেরা অবস্থান ছিল ৩০তম।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ বল খেলে ৯ চারে ১০৫ রান করে অপরাজিত ছিলেন সালমান। ম্যাচটি বাংলাদেশের ৬ রানের ঘাড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে যায় স্বাগতিকরা।
তার সতীর্থ সাইম আইয়ুবও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটি খেলেছেন। র্যাঙ্কিংয়ে তার অগ্রগতি হয়েছে ১৮ ধাপ, এখন আফগানিস্তানের রহমাত শাহর সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে অবস্থান করছেন।
ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে আরও উল্লেখযোগ্য উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪ ধাপ এগিয়ে ১৫তম), ম্যাথু ব্রিটস্কি (৮ ধাপ এগিয়ে ৪৯তম) ও টনি ডি জর্জি (৭ ধাপ এগিয়ে ৬৪তম)। চূড়ায় এখনও অবস্থান করছেন ভারতের রোহিত শার্মা।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রাশিদ খান শীর্ষে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের নির্ধারণী ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে ১৮ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করেছেন, এখন নবম স্থানে। দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার ৪৬ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/মুসা