উইমেনস বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অক্টোবর মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারকে হারিয়ে তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
পুরুষ বিভাগে অক্টোবরের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামি। পাকিস্তানের নোমান আলি ও আফগানিস্তানের রাশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।
উইমেনস ওয়ানডে বিশ্বকাপে অক্টোবর মাসজুড়ে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন উলভার্ট। আট ম্যাচে ৪৭০ রান করেন তিনি, এর মধ্যে ছিল তিনটি ফিফটি ও ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে অসাধারণ ১৬৯ রানের ইনিংস। ফাইনালে ভারতের বিপক্ষেও খেলেন ১০১ রানের সেঞ্চুরি। পুরো আসরে তার সংগ্রহ ৯ ইনিংসে ৫৭১ রান, গড় ৭১.৩৭।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে বল হাতে আলো ছড়ান মুথুসামি। প্রথম ইনিংসে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নেন মোট ১১ উইকেট। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে করেন অপরাজিত ৮৯ রান। এই পারফরম্যান্সে সিরিজ সেরার পাশাপাশি প্রথমবারের মতো মাস সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা