আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুতুসামি। পাকিস্তানের নোমান আলি ও আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে লড়াইয়ে এগিয়ে থেকে অর্জন করেছেন এ সম্মান।
পাকিস্তান সফরে দুই টেস্টে ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্সের পুরস্কারই এবার পেলেন ৩১ বছর বয়সী এই প্রোটিয়া স্পিনার। এটি তার প্রথম আইসিসি মাসসেরা পুরস্কার।
পুরস্কার জয়ের পর মুথুসামি বলেন, আইসিসির মাসসেরা নির্বাচিত হওয়া দারুণ এক অনুভূতি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এটি পাওয়া আমার কাছে গর্বের। এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দলের অংশ হতে পারাটাও গর্বের বিষয়। পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে ব্যাট ও বলে অবদান রাখতে পেরে খুশি। সতীর্থদের ধন্যবাদ জানাই সমর্থনের জন্য, সামনে আরও ভালো পারফরম্যান্সে অবদান রাখতে চাই।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র হয়। সেই সিরিজে মুতুসামি ব্যাট হাতে করেন ১০৬ রান (গড় ৫৩) এবং বল হাতে নেন ১১ উইকেট, মাত্র ১৮.৩৬ গড়ে। পারফরম্যান্সের সুবাদে তিনি পান সিরিজসেরার খেতাবও।
সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এখন পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রোটিয়াদের স্পিন আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন মুতুসামি, দৃঢ়ভাবে জায়গা পাকা করেছেন লাল বলের দলে।
বিডি প্রতিদিন/এমআই