টেনিসে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ। আগামী ১৯ নভেম্বর থেকে বাহরাইনে শুরু হবে ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ এর খেলা।
টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সকালে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ দল।
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, তিন মাসের বেশি সময় আমাদের দলের প্রস্তুতি হয়েছে। খেলা ১৯ তারিখ শুরু হলেও বাহরাইনে গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শনিবার দল বাহরাইন যাচ্ছে। অতিরিক্ত তিন দিনের ব্যয় ফেডারেশনই বহন করছে।
স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ ডেভিস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশের লক্ষ্য নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, এবার প্রস্ততি বেশি হওয়ায় আমরা গত বারের চেয়ে ভালো ফলাফল করতে চাই।
ফেডারেশনের সাধারণ সম্পাদকের সুরেই বলেছেন অধিনায়ক তানভীর পাশা। তিনি বলেন, আমাদের প্রত্যাশা এবার অবশ্যই ভালো ফলের। আমাদের কয়েকজন বেশ ভালো খেলোয়াড় রয়েছেন যারা ফর্মে রয়েছেন।
এবার ডেভিস কাপে বাংলাদেশ দলে রয়েছেন, প্লেইং ক্যাপ্টেন তানভির পাশা (গুলশান ক্লাব লি.), জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), জুবিন ওমর (গুলশান ক্লাব), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো. ইমন (টেনিস ক্লাব, রাজশাহী), জাওয়াদ মোহাম্মদ ভূইয়া (উত্তরা ক্লাব লি.)।
বিডি প্রতিদিন/কেএ