শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাফল্যের অগ্রযাত্রায় বাংলাদেশ

সাফল্যের অগ্রযাত্রায় বাংলাদেশ

ধারাবাহিক অর্থনৈতিক সমৃদ্ধি, দেশের অবকাঠামো উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ আজ বিশ্বদরবারে প্রশংসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এক দশকেরও বেশি সময় ধরে দেশে চলছে ধারাবাহিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মহাকর্মযজ্ঞ। পদ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। উন্নয়নের রোড প্ল্যান ধরে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু টানেল, এলএনজি টার্মিনাল। নাগরিক যোগাযোগে বিপ্লব যোগ করেছে মেট্রোরেল প্রকল্প। ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ চিত্র বদলে দিয়েছে ফ্লাইওভার। অর্থনৈতিক অগ্রযাত্রায় গতি যোগ করতে দেশে গড়ে উঠছে ১০০ অর্থনৈতিক অঞ্চল। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তথ্যপ্রযুক্তির সুফল ভোগ করছে দেশের জনগণ। ইউনিয়ন পর্যায়ে সহজলভ্য হয়েছে ইন্টারনেট ও প্রযুক্তি সেবা। উন্নয়নের রোল মডেল বাংলাদেশের এই অবিশ্বাস্য অগ্রযাত্রা নিয়ে বিশেষ আয়োজন-

সর্বশেষ খবর