শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কৃষিতে বিপ্লব

পর্যাপ্ত খাদ্য মজুদ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং উন্নয়নসহ কৃষির আধুনিকীকরণ, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণে গবেষণা সুবিধা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপের কারণে কৃষিতে ঘটছে নীরব বিপ্লব। সরকার প্রতিবছরের মতো ২০১৭ সালে অভ্যন্তরীণ ও  বৈদেশিক উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহের মাধ্যমে সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলছে। গত বছর ফসলহানির কারণে অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি  বৈদেশিক উৎস থেকে ১৫ লাখ  মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকার স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা প্রদানের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসিক ৩০  কেজি করে বছরে পাঁচ মাস চাল বিতরণ করছে। চলতি অর্থবছরে খাদ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য প্রায় পাঁচ হাজার ৯৮৪ কোটি টাকা, নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খোলাবাজারে চাল বিক্রির উদ্দেশ্যে ৬১২ কোটি টাকা এবং ১০ টাকা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির  জন্য ৭২৩ কোটি টাকার খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর