শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কর্মসংস্থানে অগ্রগতি

কর্মসংস্থানের ক্ষেত্রেও অগ্রগতি অব্যাহত। তবে গরিব-মানুষের কর্মসংস্থানের সুযোগ যত সহজে বাড়ানো যায়, উচ্চশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ জ্যামিতিক হারে বাড়ানো যায় না। সেবা খাতে ঈর্ষণীয় উন্নতি, তথ্যপ্রযুক্তিতে উন্নতির ধারা বেগবান হলেও, শিল্পায়নের ক্ষেত্রে উন্নতির জন্য কিছুটা সময় প্রয়োজন।

 শেখ হাসিনা বিশেষ প্রণোদনা দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বহুমুখী উদ্যোগ নিয়েছেন। শিল্পায়ন ছাড়া প্রয়োজনীয় কর্মসংস্থান হবে না। সরকারের ধারাবাহিকতা থাকলে অচিরেই সেই লক্ষ্যও অর্জিত হবে। ছিন্নমূল গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য গৃহীত প্রকল্পগুলো চলমান। সামগ্রিক মাথাপিছু আয়, সুষম বণ্টন এবং জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারলে কোনো মানুষই গৃহহীন থাকবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর