শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভিশন ২০২১

ভিশন ২০২১

শেখ হাসিনার ভিশন, দেশের সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা। তিনি এই ‘ঘুণেধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার’ প্রত্যয় ঘোষণা করেছিলেন। এই প্রত্যয় বা ২০০৯ সালের ‘দিনবদলের ইশতেহারে’ ঘোষিত ‘ভিশন-২০২১’, এখন আর রূপকল্পেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশের স্কুলে যাওয়ার বয়সী প্রতিটি শিশু এখন প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। নারী শিক্ষার ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মেয়েদের হার ৫৫ শতাংশ এবং ছেলেদের ৪৫ শতাংশ। শতাব্দী প্রাচীন অজ্ঞানতার অন্ধকার ঘুচিয়ে এক নীরব সামাজিক পরিবর্তন সংঘটিত হচ্ছে- যা নারীর প্রকৃত ক্ষমতায়নের পূর্বশর্ত সৃষ্টি করছে। শিক্ষার হার দাঁড়িয়েছে ৭২.৯ শতাংশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর