শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে অতুলনীয়

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়নে অতুলনীয়

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বদরবারে এখন ঈর্ষণীয় অবস্থানে পৌঁছে গেছে। বিশে^র পরিণত হয়েছে রোল মডেলে। নারী ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি এখন বিশ্বস্বীকৃত। আর এই ক্ষমতায়নের পথ সুগম করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে ইউএন উইমেন ‘প্লানেট ৫০:৫০ চ্যাম্পিয়ন’ ও গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’-২০১৬ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই মন্ত্রে আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে নারীদের সামনে এগিয়ে যেতে সহায়তা করে। এরই অংশ হিসেবে সরকার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২৩ হাজার নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করে। যার মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে মোট ছয় হাজার ৪শ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। এই প্রশিক্ষণের আওতায় ২০১৩ থেকে শুরু করে জুন ২০১৯ পর্যন্ত মোট ২৫ হাজার প্রশিক্ষাণার্থী নারী সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন। এ ছাড়া ২৭২ জন প্রশিক্ষণার্থী আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করছেন। নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ৩০টি উপজেলায় বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বি অ্যান্ড মাশরুম কালটিভেশন, ইন্টেরিয়র ডিজাইন, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৪ হাজার ৫০০ জন নারীকে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সরকার ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর