১৬ অক্টোবর, ২০২১ ১৭:৪৭

ওমানে বাংলাদেশ দলে যোগ দিলেন সাকিব

অনলাইন ডেস্ক

ওমানে বাংলাদেশ দলে যোগ দিলেন সাকিব

সাকিব আল হাসান

আগামীকাল রবিবার ওমানে ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি)। একই দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডর বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর আগের দিন বাংলাদেশ দলে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ফাইনাল শেষে 'বাবল' থেকে 'বাবলে' ট্রান্সফার হয়েছেন তিনি।

শুক্রবার রাতে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর আজ সকালেই টিম বাংলাদেশের হোটেলে এসে পৌঁছেছেন সাকিব।

‘বি’ গ্রুপে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ হলেও সেই সমীকরণে বিশ্বাস নেই স্কটল্যান্ডের। বিশ্বকাপ শুরুর আগে স্কটিশ কোচ শেন বার্জারের কণ্ঠে আত্মবিশ্বাসী উচ্চারণ, গ্রুপ পর্বে তারা বাংলাদেশকে অন্য দুই প্রতিপক্ষের চেয়ে ওপরে রাখেন না মোটেও।

রেকর্ডের হাতছানি সাকিবের

২০০৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬টি টি-২০ বিশ্বকাপে খেলেছেন সাকিব। ২৫ ম্যাচে তার রান ৫৬৭। সর্বোচ্চ ৮৪ এবং হাফসেঞ্চুরি ৩টি। তবে উইকেট সংখ্যা ৩০টি। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬। এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৮ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের শহীদ আফ্রিদি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর