১৮ অক্টোবর, ২০২১ ০০:১৬

ক্রিস গ্রিভসের কাছেই হেরে গেল বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক

ক্রিস গ্রিভসের কাছেই হেরে গেল বাংলাদেশ

ক্রিস গ্রিভস

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৪ রান।

স্কটল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস গ্রিভস ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। 

স্কটিশদের হয়ে সর্বোচ্চ স্কোর করা ক্রিস গ্রিভস ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন। ৩ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। বলতে গেলে আজকের ম্যাচের পার্থক্য একাই গড়ে দিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিংয়ে স্কটল্যান্ড দলীয় ৫৩ রান তুলতেই ৬ উইকেট হারায়। তবে সপ্তম উইকেটে পার্টনারশিপ জমিয়ে তোলেন মার্ক ওয়াট আর ক্রিস গ্রিভস। তাদের জুটি থেকে আসে ৫১ রান। ২২ রানে থাকা ওয়াটকে ফিরিয়ে এই জোট ভাঙেন তাসকিন।

তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন গ্রিভস। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে তার ২৮ বলে খেলা ৪৫ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪০ রানের পুঁজি পায় স্কটল্যান্ড। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর