২৪ অক্টোবর, ২০২১ ২৩:৫৩

ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক

ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ

মাশরাফি বিন মর্তুজা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের শক্তিশালী স্কোর করেও জিততে পারেনি বাংলাদেশ দল। ১৭২ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের বিপক্ষে এই হার বাংলাদেশের ক্যাচ মিসের মাশুল। লিটন দাসের কল্যাণে দুইবার জীবন পায় লঙ্কান ব্যাটাররা। টাইগারদের এই দুর্বলতাকে পুঁজি করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

লঙ্কানদের বিপক্ষে জিততে না পারলেও ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, এই ম্যাচ প্রেরণা ও সাহস দিবে ব্যাটিং ইউনিটকে।

এদিকে, বড় স্কোর করেও হারের পরেও টাইগারদের পক্ষে কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ, বাংলাদেশ।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর