২৫ অক্টোবর, ২০২১ ০০:৪৬

পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিরাট লজ্জার হার কোহলিদের: আনন্দবাজার

অনলাইন ডেস্ক

পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিরাট লজ্জার হার কোহলিদের: আনন্দবাজার

টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলির ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে।

কোহলিদের এই লজ্জাজনক হারে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে-‘বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিরাট লজ্জার হার কোহলিদের’।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লজ্জা দিয়ে শুরু বিশ্বকাপ। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারল ভারত। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার ভারতকে হারাল পাকিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বিরাট কোহলির ভারতকে প্রথম ম্যাচেই টেনে মাটিতে নামিয়ে দিলেন বাবর আজমরা।

ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতকে ১২ গোল দিলেন তারা। বিশ্বকাপের মঞ্চে ১২ বারের হারের বদলা নিল পাকিস্তান।

ম্যাচে দুই দলের অধিনায়কই অর্ধশতরান করলেন, কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলা হল না কোহলির। বিশ্বকাপের মঞ্চে অন্য এক পাকিস্তানের মুখে পড়ল ভারত। এই নতুন পাকিস্তান উইকেটের পিছনে দাঁড়িয়ে হাই তোলে না, ম্যাচের মাঝ পথে হঠাৎ করে হারিয়ে যায় না। বাবরের পাকিস্তান ফিল্ডিংয়ে প্রাণ দিয়ে দেয়, প্রতিটি ব্যাটারের জন্য আগে থেকে পরিকল্পনা করে, ব্যাট করার সময় এক রান, দু’রান নিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে হতাশ করে দেয়।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর