২৫ অক্টোবর, ২০২১ ১৭:১৯

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন, গুলিবিদ্ধ ১২

অনলাইন ডেস্ক

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন, গুলিবিদ্ধ ১২

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন। ছবি- দ্য ন্যাশন

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারানোয় বেপরোয়াভাবে উদযাপন করছে পাকিস্তান। যদিও আনন্দের সীমা ছাড়ানোই স্বাভাবিক। তাই বলে ফাঁকা গুলি ছুড়ে বিজয়োৎসব? হ্যা, দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়েই উদযাপন করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন।  তাদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও আছেন।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি জানায়, রবিবার রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।

গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

প্রসঙ্গত, গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ে পাকিস্তান। ভারতের মতো শক্তিশালী দলকে তারা হারায় ১০ উইকেটে। 

সূত্র : জিও টিভি, দ্য ন্যাশন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর