১৫ নভেম্বর, ২০২১ ০০:১৮

রেকর্ড ভেঙে ম্যান অব দ্য ফাইনাল মার্শ

অনলাইন ডেস্ক

রেকর্ড ভেঙে ম্যান অব দ্য ফাইনাল মার্শ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল অস্ট্রেলিয়া। 

কিউইদের হারিয়ে টি-টোয়েন্টির সপ্তম আসরে এসে শিরোপা জয়ের স্বাদ পেল ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনালে দুর্দান্ত খেলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরস্কার জিতেছেন অজি ব্যাটার মিচেল মার্শ।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৩২ বলে ফিফটি করে বিশ্বকাপ ফাইনালে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। রান তাড়া করতে নেমে ৩১ বলে ফিফটি করে সেই রেকর্ড নিজের করে নেন মিচেল মার্শ।

শুধু এই রেকর্ড ভাঙাই নয়, তিন নম্বরে নেমে শেষপর্যন্ত ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিশ্বকাপের শিরোপাই এনে দিয়েছেন মার্শ। যার ফলে তার হাতেই উঠেছে বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারটি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর