বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্টিভ জবসের কম্পিউটার সাড়ে ৩ কোটি

রকমারি ডেস্ক

স্টিভ জবসের কম্পিউটার সাড়ে ৩ কোটি

৪৫ বছর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং ওজনিয়াকের বানানো কম্পিউটার দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। নিলামে সেই কম্পিউটার ৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৪৩ লাখ টাকা। ৪৫ বছর আগে হাতে বানানো এই কম্পিউটার একদিক থেকে এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। স্টিভের বানানো বাকি কম্পিউটারগুলো থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। মূল্যবান কোয়া কাঠ শুধু হাওয়াই দ্বীপে পাওয়া যায়।

সর্বশেষ খবর