বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

একসঙ্গে গুগল ক্লাউড ও টেলিনর

রকমারি ডেস্ক

একসঙ্গে গুগল ক্লাউড ও টেলিনর

নরওয়ের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টেলিনর ও আলফাবেট ইঙ্কের প্রতিষ্ঠান গুগল ক্লাউড একসঙ্গে জোট বেঁধেছে। টেলিনরের বৈশ্বিক কার্যক্রম ডিজিটালাইজ করার লক্ষ্যে এ জোটের সৃষ্টি। এখন থেকে দুই কোম্পানি যৌথভাবে সেবাদান করবে। এর ফলে নিজস্ব আইটি ও নেটওয়ার্ক কাঠামোর সক্ষমতা বাড়াতে টেলিনর এখন থেকে গুগল ক্লাউডের সেবা গ্রহণ করবে। টেলিনর বর্তমানে ১৭২ মিলিয়ন গ্রাহককে সেবা দিচ্ছে।  ডিজিটালাইজেশন প্রকল্পটি টেলিনরের নতুন আয়ের কৌশল খুঁজে পাওয়ারও অংশ বলে জানিয়েছেন টেলিনর।

সর্বশেষ খবর