বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মহাবিশ্বের বিবর্তনের ইতিহাস জানাবে ‘জেমস ওয়েব’

রকমারি ডেস্ক

মহাবিশ্বের বিবর্তনের ইতিহাস জানাবে ‘জেমস ওয়েব’

মহাবিশ্বের বিবর্তনের ইতিহাস নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করেছে। এই টেলিস্কোপ গভীর মহাশূন্যে দৃষ্টি ফেলে কোটি কোটি বছর অতীতের মহাবিশ্বের সৃষ্টির সূচনায় প্রাচীনতম ছায়াপথগুলো তৈরির শুরুতে মহাজাগতিক ভোরের স্পষ্ট ঝলক দেখার সুযোগ করে দেবে। এ ব্যাপারে নাসা বলেছে, এটি হবে মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। হাবল টেলিস্কোপের কার্যকাল শেষে অবসরে যাওয়ায় জেমস ওয়েব টেলিস্কোপ সেখানে প্রতিস্থাপিত হবে। আগামী ২২ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপের উৎক্ষেপণের কথা রয়েছে। এই টেলিস্কোপ মহাশূন্যে এতো গভীরে এবং সময়ের কয়েক বিলিয়ন বছর অতীতের ঘটনা পর্যবেক্ষণ করবে যা অতীতে কখনো সম্ভব হয়নি। মহাবিস্ফোরণের মাত্র কয়েক শ মিলিয়ন বছর পরে মহাবিশ্বের যৌবন কালের ঘটনা ও পটভূমি এই টেলিস্কোপ মানুষের সামনে তুলে ধরবে। হাবল টেলিস্কোপ মহাবিশ্বেও ১৩.৪ বিলিয়ন অতীত সীমায় প্রাচীনতম ছায়াপথ ‘জিএন-জেড ১১’তে দৃষ্টি ফেলেছে।

সর্বশেষ খবর