বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রযুক্তির যেসব তথ্য এখনো অজানা!

রকমারি ডেস্ক

প্রযুক্তির যেসব তথ্য এখনো অজানা!

প্রযুক্তি জগতের প্রায় সব বিষয়ই আমরা স্বাভাবিক মনে করি। এরই মধ্যে অনেক বিষয় আছে যেগুলোর অস্তিত্বই আমরা জানি না, আরও আছে এমন সব বিষয় যেগুলো প্রথম শোনায় স্রেফ মনে হতে পারে অবিশ্বাস্য। চোখ বুলিয়ে নিতে পারেন এমনই কিছু তথ্যে...

 

* ১৮৮৯ সালে জাপানি প্রতিষ্ঠান নিনটেন্ডো প্লেয়িং কার্ড বা তাস তৈরি করত। ১৯৭৮ সালে তারা প্রথম ভিডিও গেম তৈরি করে।

* ব্রডব্যান্ড ইন্টারনেট জনপ্রিয় হওয়ার আগে কম্পিউটার থেকে ফোনের ল্যান্ডলাইনের মাধ্যমে ডায়াল করে ইন্টারনেট সংযোগ তৈরি করতেন ব্যবহারকারীরা। মার্কিন আইএসপি এওএল বলছে, ২০২১ সালে তাদের প্রায় ১৫ লাখ গ্রাহক এই প্রযুক্তি ব্যবহার করেছেন।

* বিশ্বে মোট ইন্টারনেট ট্রাফিকের শতকরা ৭.২ ভাগ আসে গুগল সার্চ থেকে। আর সংখ্যার হিসেবে এই অনুসন্ধান সাড়ে ৩০০ কোটি।

* গুগলের প্রথম টুইটটি ছিল ২০০৯ সালে। বেশির ভাগ টুইটার ব্যবহারকারীই শুরুতে বুঝতে পারেননি ওই টুইটের অর্থ। বাইনারি থেকে ইংরেজিতে অনুবাদ করলে ওই টুইটের অর্থ দাঁড়ায় আই অ্যাম ফিলিং লাকি!

* বিশ্বের প্রথম মোবাইল ফোন বানিয়েছিল মটোরোলা। আর হ্যাঁ, তাদের প্রথম কলটি ছিল চির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মটোরোলার গবেষক এবং নির্বাহী মার্টিন কুপার হ্যান্ডহেল্ড মোবাইল ফোন সেট ব্যবহার করে প্রথম ফোন কল করেছিলেন। কলের অপর প্রান্তে ছিলেন প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের (এখনকার টিঅ্যান্ডটি) ড. জোয়েল এস এঙ্গেল।

[চলবে...]

সর্বশেষ খবর