বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিশুদের জন্য তিন রঙের ডিজিটাল রাইটিং প্যাড

শিশুদের জন্য তিন রঙের ডিজিটাল রাইটিং প্যাড

শিশুদের জন্য আকর্ষণীয় তিনটি রঙে ডিজিটাল রাইটিং প্যাড নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জানা গেছে, ব্ল্যাক, স্কাই ব্লু ও পিংক- এই তিন রঙের ডিজিটাল রাইটিং প্যাড এসেছে প্রযুক্তি বাজারে।

 

বছর খানেক আগে ‘মাইপেজ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ‘ডিজিটাল রাইটিং প্যাড’ নিয়ে আসে ওয়ালটন। শিশুদের জন্য পরিবেশবান্ধব ও রেডিয়েশন মুক্ত প্যাডটি দারুণ জনপ্রিয়তা পায়। তখন মাত্র একটি রঙে (ব্ল্যাক) রাইটিং প্যাডটি বাজারে এসেছিল। এবার আরও নতুন দুটি রঙে (স্কাই ব্লু ও পিংক) অত্যাধুনিক ফিচারের রাইটিং প্যাডটি নিয়ে আসে ওয়ালটন ডিজি-টেক।

 

জানা গেছে, মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাডে ব্যবহৃত হয়েছে ১০ ইঞ্চির ‘এন্টি ড্যাজলিং’ স্ক্রাচ রেজিস্টেন্ট এলসিডি ফ্লিম স্ক্রিন, যা শিশুদের চোখের কোনো ক্ষতি করে না। এর সঙ্গে থাকা স্টাইলাস পেন যা দিয়ে শিশুরা সহজেই ছবি আঁকতে বা লিখতে পারে। এতে ব্যবহৃত হয়েছে প্রেসার সেন্সিং টেকনোলজি। ২৫৪ মিলিমিটার উচ্চতা এবং ১৬৪ মিলিমিটার প্রস্থের সহজে বহনযোগ্য ওই ডিজিটাল রাইটিং প্যাডের ওজন মাত্র ১৫৮ গ্রাম।

সর্বশেষ খবর