বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

টেলিগ্রামে এসেছে একাধিক নতুন ফিচার

রকমারি ডেস্ক

টেলিগ্রামে এসেছে একাধিক নতুন ফিচার

টেলিগ্রাম ‘স্পয়লার ফরম্যাটিং’ নামে নতুন এক ফিচার যোগ করেছে। মেসেজ লুকানোর ক্ষেত্রে ব্যবহারকারী নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে ‘স্পয়লার ফরম্যাটিং’ অপশনে ক্লিক করলেই সে অংশটি ঢেকে যাবে। পরে প্রাপক নিজের সুবিধা মতো টেক্সটি ক্লিক করে দেখতে পারবেন। এ ছাড়া মেসেজে রিঅ্যাকশনের নতুন ফিচারও যুক্ত করেছে প্ল্যাটফরমটি। ডাবল ট্যাপ করলে ‘থাম্বস আপ’ রিঅ্যাকশন দেওয়া যাবে। নতুন আপডেটগুলোর মধ্যে অনুবাদের ফিচারও রয়েছে। কনটেক্সট মেনুতে যুক্ত হয়েছে নতুন শর্টকাট, অ্যানিমেটেড আইকন এবং ভিডিও কল ফিচারও।  

সর্বশেষ খবর