বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রযুক্তির এ ‘লাইফ হ্যাক’গুলো সহজ করে দেবে কাজ

রকমারি ডেস্ক

প্রযুক্তির এ ‘লাইফ হ্যাক’গুলো সহজ করে দেবে কাজ

স্মার্টফোনের এ যুগেও আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করি। কয়েকটি ছোটখাটো লাইফ হ্যাক সহজ করে দিতে পারে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ব্যবহার।

* যে কোনো ওয়েবসাইটে পড়তে পড়তে পেইজের নিচে যেতে স্পেস বার চাপুন। ক্রমশ ক্রল করতে থাকবে পাতা। পেইজের ওপরে যেতে শিফট বাটন চেপে স্পেসবার চাপুন।

* অনেক সময় তাড়াহুড়ায় ব্রাউজারে একটি ট্যাব বন্ধ করার বদলে দরকারি কোনো ট্যাব বন্ধ করে ফেলি। সর্বশেষ বন্ধ করা ট্যাব ফিরিয়ে আনতে চাপুন Shift+Ctrl+T।

* গুগল ক্রোম অফলাইন হয়ে আছে? স্রেফ স্পেসবার চাপুন, চালু হয়ে যাবে টি-রেক্স গেইম। এটি দিচ্ছে পকেট-লিন্ট ডটকম।

* অফিস বা বন্ধুর বাসার পিসিতে ফেসবুক লগআউট করেননি? আবার সেখানে যাওয়ার দরকার নেই। ফেসবুকের সেটিংস সিকিউরিটি হোয়্যার ইউ আর লগড ইন থেকে লগআউট করে দিন।

* আবার ডায়াল লিস্টে যাওয়ার দরকার নেই। স্রেফ সবুজ রঙের কলবাটনে চাপ দিন। সর্বশেষ ডায়াল নম্বরটি চলে আসবে।

* অনেক স্মার্টফোনের মূল কি বোর্ডেই ফুলস্টপ বাটন থাকে না, বিশেষ করে ছোট পর্দার ফোনে। সে ক্ষেত্রে স্পেসবার দুবার চাপুন, আপনাআপনি ফুলস্টপ বসে যাবে।

* ইউটিউব ভিডিও চলাকালে স্পেসবার চাপুন, ভিডিও ‘পজ’ হয়ে যাবে। ফোর চাপুন ভিডিও চলবে। ডানে বাঁয়ে অ্যারো কি চাপলে পাঁচ সেকেন্ড করে রিওয়াইন্ড বা ফাস্ট ফরোয়ার্ড হবে। আর যদি M চাপেন তবে মিউট বা শব্দহীন হবে। ফের M চাপলে আওয়াজ ফিরে আসবে।

সর্বশেষ খবর