বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সূর্যের আলোয় রং বদলায় স্মার্টফোন

রকমারি ডেস্ক

সূর্যের আলোয় রং বদলায় স্মার্টফোন

দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি২৩ ফাইভ-জি। এতে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন প্রযুক্তি। এর মেটাল ফ্ল্যাট ফ্রেমটি সূর্যের আলো পেলে রং বদলায়। সূর্যের আলোতে গেলে ৩ সেকেন্ডের মধ্যে স্মার্টফোনটি নীলাভ সবুজ রং ধারণ করবে, কিছুক্ষণ পরই হবে সোনালি রঙের। এর বড় আকর্ষণ ৫০ মেগাপিক্সেল অটোফোকাস (এএফ) পোট্রেট সেলফি। এতে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।  

সর্বশেষ খবর