বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উইন্ডোজ ১১তে ভয়েস টাইপিং ফিচার!

রকমারি ডেস্ক

উইন্ডোজ ১১তে ভয়েস টাইপিং ফিচার!

২০২১ সালের শেষে উইন্ডোজ ১১ তে ভয়েস অ্যাকসেস ফিচার পরীক্ষার কথা জানিয়েছিল মাইক্রোসফট। এবার সে ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভয়েস অ্যাকসেস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ কাজ পরিচালনা করতে পারতেন। অ্যাপ চালু বা বন্ধ করা, ওয়েব ব্রাউজারে কোনো কিছুর সন্ধানসহ বিভিন্ন কাজ অনায়াসেই করা সম্ভব। চাইলে যে কেউ ভয়েস কমান্ডে টাইপিং বা মাউস কার্সরও নিয়ন্ত্রণ করতে পারবেন। বর্তমানে উইন্ডোজ ইনসাইডার আপডেটের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ডে ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীরা বর্তমানে শো বা হাইড কি-বোর্ড কমান্ডের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ড চালু ও বন্ধ করতে পারবেন। আগে ফিচারটি ব্যবহারের সুবিধা থাকলেও নতুন আপডেটে ব্যবহারকারীরা নাম, ই- মেইল অ্যাড্রেস উচ্চারণ, নম্বর লেখা, বিরাম চিহ্ন, প্রতীক ও ইমোজি ব্যবহার করতে পারবেন।

 

সর্বশেষ খবর