বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রথমবারের মতো আইএসএসে ‘নভোপর্যটক’

রকমারি ডেস্ক

প্রথমবারের মতো আইএসএসে ‘নভোপর্যটক’

মহাকাশ যাত্রার ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে যাওয়া চার নভোচারী। ‘এএক্স’ নামের মিশনটির মূল উদ্যোক্তা হিউস্টন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘এক্সিওম স্পেস’।

৮ এপ্রিল মিশনটি ফ্লোরিডার ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে স্পেসএক্স-এর ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে। স্পেস ডট কমের প্রতিবেদন বলছে, ‘এএক্স-১’ মিশনের চার সদস্যের কেউই সরকারি পেশাদার নভোচারী নন। মহাকাশে পুরোপুরি অসামরিক সদস্য নিয়ে, আইএসএস-এ এটিই প্রথম রকেট উৎক্ষেপণের ঘটনা। মিশনটির সার্বিক নির্দেশনা দিচ্ছেন নাসার অবসরপ্রাপ্ত নভোচারী মাইকেল লোপেজ-আলেগ্রিয়া।

এক্সিওম স্পেসের পরিচালক ডেরেক হাসম্যান বলেন, ২০২৪ সালের শেষ নাগাদ বাণিজ্যিক মহাকাশ স্টেশনের প্রথম মডিউল উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এক্সিওমের। প্রথম দিকে মডিউলটির সরাসরি সংযোগ থাকবে আইএসএস-এর সঙ্গে।

সর্বশেষ খবর