বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পৃথিবীর খুব কাছে কোনো ব্ল্যাকহোল নেই

রকমারি ডেস্ক

পৃথিবীর খুব কাছে কোনো ব্ল্যাকহোল নেই

পৃথিবীর কাছাকাছি ব্ল্যাকহোলের কোনো অস্তিত্ব আছে কি না তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। কেউ বলেন আছে, তো কেউ বলেন, নেই। কয়েক মাস আগেই এক অনুসন্ধানে বিজ্ঞানীরা দাবি করেছিলেন পৃথিবীর খুব কাছেই রয়েছে ব্ল্যাকহোল। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীর গবেষকরা এইচআর-৬৮১৯ আলোকবিন্দুকে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর বলে উল্লেখ করেন। ২০২০ সালে ইএসওর প্রধান নির্বাহী থমাস রিভনাস তাঁর গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন, আকাশে নক্ষত্রের মতো উজ্জ্বল ব্ল্যাকহোল পাওয়ার খবরটি আনন্দদায়ক এবং সংবাদপত্রের মুখরোচক শিরোনাম হওয়ার যোগ্য। তবে সম্প্রতি বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ক্যাথলিক ইউনিভার্সিটি লয়ভেনের গবেষক জুলিয়া বোদেন্সটেইনার। তিনি বলেছেন, এইচআর-৬৮১৯ বাইনারি সিস্টেমের অংশ হতে পারে। ব্ল্যাকহোল নয়। অর্থাৎ এইচআর-৬৮১৯ নামের ব্ল্যাকহোলটি খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর