বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

‘জাক বাকস’ নিয়ে কাজ করছে মেটা

রকমারি ডেস্ক

‘জাক বাকস’ নিয়ে কাজ করছে মেটা

আগেরবার পরিকল্পিত ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা ভেস্তে গেলেও ডিজিটাল লেনদেন নিয়ে হাল ছাড়েনি মেটা। খবর রটেছে, নতুন মুদ্রা নিয়ে তা করছে মেটা। নতুন ভার্চুয়াল মুদ্রার নাম রাখা হয়েছে ‘জাক বাকস (Zuck Bucks)’। কথিত ‘জাক বাকস’ ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কম। বরং মেটা কোম্পানি থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ইন-অ্যাপ টোকেনের দিকে ঝুঁকছে। মেটা ফিন্যান্সিয়াল টেকনোলজিস এখন মেটাভার্সের জন্য ভার্চুয়াল মুদ্রা চালুর সম্ভাবনা যাছাই করে দেখছে। ধারণা করা হচ্ছে, ‘রোবাকস’ মুদ্রার লেনদেন কার্যক্রমের সঙ্গে ‘জাক বাকস’-এর মিল থাকতে পারে।

সর্বশেষ খবর