বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

বিমানের ভিতরেই মিলবে ওয়াইফাই!

রকমারি ডেস্ক

বিমানের ভিতরেই মিলবে ওয়াইফাই!

ইলন মাস্কের স্টারলিঙ্ক বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছে। একাধিক দেশে ইতোমধ্যেই এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। ফলে কৃত্রিম উপগ্রহ থেকে গ্রাহকের বাড়িতে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট। এ জন্য বাড়িতে বসাতে হচ্ছে ডিশ অ্যান্টেনা।

এবার শুধু পৃথিবীপৃষ্ঠেই স্টারলিঙ্ক-এর ইন্টারনেট পরিষেবা সীমাবদ্ধ থাকছে না। বিমানে ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। এই চুক্তির ফলে ১০০টি বিমানে কোম্পানির টার্মিনাল বসাবে স্টারলিঙ্ক। তবে এই চুক্তির অঙ্ক দুই কোম্পানির তরফ থেকেই গোপন রাখা হয়েছে।  বিমানে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছে স্পেসএক্স। স্টারলিঙ্ক ছাড়াও অন্যান্য স্যাটেলাইট কোম্পানিগুলোও বিমানে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে। ২০২১ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন একাধিক বিমান সংস্থার সঙ্গে ইন্টারনেট পরিষেবার চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু করে স্টারলিঙ্ক।

সর্বশেষ খবর