বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে উন্মুক্ত ইমোজি রিঅ্যাকশন

রকমারি ডেস্ক

হোয়াটসঅ্যাপে উন্মুক্ত ইমোজি রিঅ্যাকশন

এক মাস নিরীক্ষার পর ব্যবহারকারীর জন্য ইমোজি রিঅ্যাকশন ফিচার উন্মুক্তের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা ছয়টি ইমোজির মাধ্যমে মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন। ইমোজিগুলো হলো- থাম্বস আপ, রেড হার্ট, ফেস উইথ টিয়ার অব জয়, ফেস উইথ ওপেন মাউথ, ক্রাইং ফেস ও ফোল্ডেড হ্যান্ডস। ইমোজি রিঅ্যাকশনের পাশাপাশি মেসেজিং প্ল্যাটফরমটি ২ জিবি ফাইল শেয়ারিং এবং গ্রুপ সদস্য ৫১২ জনে উন্নীত করেছে। এমনকি ফাইল শেয়ারিংয়ের নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ২ জিবি ফাইল আদান-প্রদান করতে পারবেন, যা আগে ছিল মাত্র ১০০ মেগাবাইট।

সর্বশেষ খবর