বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

কার্বনডাই অক্সাইড থেকে প্লাস্টিক উৎপাদন!

রকমারি ডেস্ক

কার্বনডাই অক্সাইড থেকে প্লাস্টিক উৎপাদন!

কার্বনডাই অক্সাইডকে রূপান্তরের মাধ্যমে বিকল্প জ্বালানি ও প্লাস্টিক তৈরিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে এলজি কেমিক্যাল লিমিটেড ও কোরিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেআইএসটি)। প্রযুক্তির মাধ্যমে নির্গত কার্বনকে মনোক্সাইডে রূপান্তর করা যাবে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

জানা গেছে, যৌথ গবেষণায় কার্বন ডাই-অক্সাইডকে কার্বন মনোক্সাইডে রূপান্তর করার জন্য একটি ইলেকট্রোকেমিক্যাল চুল্লি তৈরি করেছে। সিনথেসিস গ্যাস ও মিথানলের মতো বিকল্প জ্বালানির পাশাপাশি বিভিন্ন রাসায়নিক ও প্লাস্টিক তৈরিতে কার্বন মনোক্সাইডের প্রয়োজন হয়। ইলেকট্রোকেমিক্যাল প্রযুক্তিতে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বনডাই অক্সাইডকে উচ্চ মূল্য সংযোজিত কার্বন মনোক্সাইডে রূপান্তর করা হয়, যার মাধ্যমে পরিবেশে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব। এলজি কেমিক্যাল ও কেআইএসটি উদ্ভাবিত চুল্লিতে নির্ধারিত মাত্রায় কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন নিয়ন্ত্রণের মাধ্যমে সিন্থেসিস গ্যাস উৎপাদন করা সম্ভব। বিভিন্ন ধরনের জ্বালানি ও রাসায়নিক যৌগ তৈরিতে এ গ্যাস ব্যবহৃত হয়। চুল্লিতে বিদ্যুতের মাধ্যমে কার্বনডাই অক্সাইডকে ডিঅক্সিডাইজ করার হার ৯০ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। প্রতিষ্ঠানটি জানায়, স্ট্যাক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বড় আকারের ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাক্টর তৈরি ও বাজারজাত করতে পারবে। প্রতিষ্ঠানটি দুটি বিস্তৃত পরিসরে প্রযুক্তিটির ব্যবহার নিশ্চিতে ১০ গুণ বড় চুল্লি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে ইথিলিন উৎপাদনে বাতাস থেকে কার্বনডাই অক্সাইড সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

সর্বশেষ খবর