বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

৩২ দেশে সেবা দিতে ‘প্রস্তুত’ স্টারলিংক

রকমারি ডেস্ক

৩২ দেশে সেবা দিতে ‘প্রস্তুত’ স্টারলিংক

বিশ্বের ৩২টি দেশে মিলবে স্পেসএক্সের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক। শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন এ কোম্পানির দাবি, তাৎক্ষণিকভাবে স্যাটেলাইট ডিশ সরবরাহ করতে প্রস্তুত স্পেসএক্সের স্টারলিংক।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্ব মানচিত্রে যে দেশগুলোতে স্টারলিংকের সেবা দেওয়ার সক্ষমতা আছে, টুইটারে তার একটি স্ক্রিনশর্ট শেয়ার করেছে স্পেসএক্স। তাতে দেখানো হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার অঞ্চলে মিলবে স্টারলিংক ইন্টারনেট। নিউজিল্যান্ডসহ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার একাংশেও মিলবে এই সেবা। আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বাকি অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে ‘কামিং সুন’ হিসেবে। ওই অঞ্চলগুলোতে ২০২৩ সাল নাগাদ স্টারলিংক চালু হতে পারে। এ বছরের শুরুতে স্পেসএক্স জানিয়েছিল, ২৫টি দেশে স্টারলিংকের সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। মার্চ মাসে স্টারলিংকের সেবার দাম বাড়িয়েছে স্পেসএক্স। সেবাটির স্টার্টার কিটের জন্যই ৫৯৯ ডলার এবং ইন্টারনেট সংযোগে চার্জ দিতে হবে ১১০ ডলার।

সর্বশেষ খবর